প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ১:২৬ পি.এম
সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধানের পাশে পুলিশ কমিশনার বিএমপি
বরিশাল প্রতিনিধি :
আজ ২৯ জুন ২০২১ খ্রিঃ বেলা ০২:০০ ঘটিকায়, সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপুকে দেখতে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে গেলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।
এসময় তিনি সড়ক দূর্ঘটনায় আহত অপূর্ব অপুর বর্তমান শারীরিক অবস্থা জানার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন এবং দ্রুত তাহার আরোগ্য কামনা করে তাকে মানসিকভাবে আস্বস্ত করেন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪-৬-২১ খ্রিঃ বিকেল পৌনে ৩টার দিকে ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপু খুলনার কাটাখালিতে মোটরসাইকেল আরোহী অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় তিনি খুলনার সোনাডাঙা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বরিশাল মহানগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, জনাব মোঃ নূরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.