পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদরে খরিফ -২/২০২১-২২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে ৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে “বীজ ও সার সহায়তা বিতরন করা হয়েছে।
আজ(২৯ জুন) মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয়ের সামনের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলেদেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস ছালাম এইও ধীমান মজুমদার, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান মজনু মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন মুকুল, মো. জহিরুল ইসলাম ও নুসরাত জাহানসহ অন্যান্য কৃষিকর্মকর্তাবৃন্দ। প্রতিজন প্রান্তিক কৃষককে ৫ কেজি ব্রি-ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মার্জন আরা মুক্তা জানান।