স্বরূপকাঠি প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠিতে কাগজপত্র জাল করার মুল হোতা আনোয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জাল খতিয়ান ও দাখিলা দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন তোলার সময় তাকে আটক করা হয়। আনোয়ারুল ইসলাম উপজেলার অলংকারকাঠি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। এ ঘটনায় স্বরূপকাঠি ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুমি সহকারি কর্মকর্তা জানান আনোয়ারুল তার স্বাক্ষর ও সীল জাল করে দাখিলা এবং জাল বিএস এর খতিয়ান তৈরী করে কৃষি ব্যাংক স্বরূপকাঠি শাখা থেকে লোন আনতে গেলে ব্যাংক কর্তপক্ষ ওই কাগজ পত্র যাচাইয়ের জন্য ভুমি অফিসে আসেন। ওই কাগজপত্রসহ আমার স্বাক্ষর জাল প্রতীয়মান হওয়ায় বিষয়টি এসি ল্যান্ড মো. বশির গাজী স্যারকে জানানো হয়। পরবর্তী পুলিশসহ এসি ল্যান্ড স্যারকে নিয়ে ব্যাংকে যাই। এ সময় পুলিশ আনোয়ারুলকে আটক করে ।