
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর বদলিজনিত বিদায় ও নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন এর যোগদান উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখা কর্তৃক সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন ও তাঁর সহধর্মিনী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী নবাগত জেলা প্রশাসক কে পটুয়াখালী জেলায় স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ বিদায়ী জেলা প্রশাসক সম্পর্কে বলেন জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী শুধু একজন জেলা প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন সকলের অভিভাবক। দীর্ঘ সময় পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে তিনি সর্বদা কর্মকর্তা-কর্মচারীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। এই বিদায় বেলায় সকলে জেলা প্রশাসকের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।