সিরাজগঞ্জ সংবাদদাতা :
চলন্ত ট্রাকে প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের ঘটনায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় চালক ও হেলপারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) গভীর রাতে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অন্যদিকে আটককৃত দুই আসামিকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
মামলার আসামিরা হলেন, বগুড়া সদর উপজেলার আশাখোলা গ্রামের মুনসুর আলীর ছেলে ট্রাকচালক সোহেল রানা ও একই জেলার শিবগঞ্জ উপজেলার জহুরুল ইসলামের ছেলে হেলপার আব্দুল ওয়াহাব।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, চলন্ত ট্রাকে ধর্ষণের ঘটনায় চালক সোহেল রানা ও হেলপার আব্দুল ওয়াহাবকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। মামলা নং-০৫/২৩-০৬-২১। আসামিদের আদালতে প্রেরণ ও ভুক্তভোগী মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ জুন) রাতে ট্রাকে উঠে গাজীপুরের চন্দ্রা থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে যাবার পথে চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার হয় প্রতিবন্ধী এক যুবতী। টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে রাত সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ট্রাকচালক সোহেল ও হেলপার আব্দুল ওয়াহাবকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে। এ সময় ভুক্তভোগী জানান তাকে ধর্ষণ করা হয়েছে।