পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাহারের জন্য স্থানীয় সংসদ সদস্য প্রার্থীকে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা দুইটায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নৌকা মার্কার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন হাওলাদার। তিনি অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ তাকে এমপির বাস ভবনে ডেকে নিয়ে একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আ স ম ফিরোজের ভাতিজা ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আলকাস মোল্লাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াতে বলেন। তিনি এতে রাজী না হওয়ায় নেতাকর্মীদের সামনে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। ২১ তারিখ নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা জানিয়ে আমির হোসেন নির্বাচন সুষ্ঠুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।