পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী সদর পৌরসভার ৪নং ওয়ার্ডে পিটিআই রোডের শান্তিনীড়ে তিন বোনের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণ বোন দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ ওবায়দুল ইসলাম বাদলের। পটুয়াখালী বোনেরা পৈত্রিক সম্পত্তি দাবী করলে ভাই ওবায়দুল ইসলাম বাদল পৈত্রিক সম্পত্তি দিতে অস্বীকার জানায় এবং হুমকি দেয়। পরবর্তীতে তিন বোন বাদী হয়ে পৈত্রিক সম্পত্তি বন্টনের জন্য লিগ্যাল এইডের মাধ্যমে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত পটুয়াখালী দেওয়ানী মোকদ্দমা নং ১৩৬/২১ মোকদ্দমা দায়ের করেন। এজন্য ওবায়দুল ইসলাম বাদল ও তার স্ত্রী মাহমুদা বেগম তড়িঘড়ি করে পটুয়াখালী পৌরসভায় প্লান অনুমোদনের জন্য আবেদন করে দেওয়ানী মোকদ্দমা কারণে পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন আহমেদ প্ল্যান অনুমোদন না দিয়ে মৌখিকভাবে ভাইবোনদের নিজেদের মধ্যে আপোষ বন্টন এর নির্দেশ করেন। তাতে ওবায়দুল ইসলাম বাদল ও তার স্ত্রী মাহমুদা বেগম পৌর আইন তোয়াক্কা না করে নালিশি সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণের চেষ্টা করেন। বোনেরা আইন নিজের হাতে তুলে না নিয়ে এবং শান্তি শৃঙ্খলা অবনতি যাতে না ঘটে তার জন্য ২৫/৫/২১ তারিখে পটুয়াখালী থানার দ্বারস্থ হয়। পটুয়াখালী থানা থেকে পুলিশ এসে সরাসরি কথা বলেন এবং পৌরসভার প্ল্যান অনুমোদন ব্যতীত কাজ করতে নিষেধ করে যান এবং সকল কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করতে বলেন কিন্তু তারা থানায় যোগাযোগ না করে । পরবর্তীতে তারা ২৯/৫/২১ আবার কাজ শুরু করে। তাই বোনেরা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। পুলিশ সুপার ডিবি পুলিশকে দায়িত্ব দেন। তারা ডিবি পুলিশকে তোয়াক্কা না করে কাজ করে পুলিশ প্রায় তিনবার এসে তাদেরকে কাজ না করতে বলে। তারা লুকিয়ে লুকিয়ে মেইনগেট তালা দিয়ে কাজ চলমান রাখে। ডিবি পুলিশ পরবর্তী দিন আবার কাজ না করার জন্য নিষেধ করেন এবং আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এজন্য তারা নিজেদের ঘর নিজেরা কুপিয়ে বোনদের ও তাদের পরিবারবর্গের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, পটুয়াখালীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন যার সি আর মামলা নং ৫৭৫/২০২১ ধারা ৪৪৭/৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৭/৪২৭/৫০৬ (২) দন্ডবিধি । এই মামলা দায়ের করেই তারা বোনদের বাড়িতে গিয়ে টাকার দাবি করে নির্যাতন চালায়।