প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২১, ১০:৪৭ এ.এম
পটুয়াখালী জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরের মাসিক কল্যাণ ভাতার চেক আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কামরুজ্জামান, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান খান; বীর মুক্তিযোদ্ধা জনাব মানস দত্ত সহ জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.