পটুয়াখালী প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমনরোধে জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মাস্ক বিতরন করা হয়েছে।
আজ রোববার সকালে শহরের নতুন বাজার লাউকাঠী খেয়াঘাট এলাকায় মাস্কবিহীন পথচারী ও যানবাহনের চালক এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করেন নেতৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ আকদুস ছালাম, সাধারন সম্পাদক ও আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপক স্বপন কুমার খাসকেল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক অধ্যাপক শফিউল বসার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসাইন, কার্যকরী সদস্য মো. ইসমাইল খান ও কামরুন নাহার শিমুল উপস্থিত ছিলেন।