মুলাদী (বরিশাল) প্রতিনিধি :
মুলাদীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসকে সংবধর্ণা দেওয়া হয়েছে। রবিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এ বিদায় সংবধর্ণা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা জাপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্যাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ, সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুণ্ডু, প্রকল্প কর্মকর্তা হানিফ সিকদার, সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, ইফা সুপারভাইজার মিজানুর রহমান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সাপ্তাহিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক শাহিন হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর হোসেন সুমন, সহযোগী সম্পাদক আরিফুল হক তারেক, বিশেষ প্রতিনিধি নজিবুর রহমান ভূইয়া কামাল বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠন ইউএনওকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাণনা জানায়।
উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বরগুণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি লাভ করায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধণার আয়োজন করা হয়।