যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের আর্থিকভাবে অসচ্ছল আব্দুল হালিম বিশ্বাসের ছেলে মেডিকেল শিক্ষার্থী মুহা. আব্দুর রহিমকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সার্বিক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি মেডিকেলে চান্স পাওয়ার অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করায় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়। সে এবার ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু টাকার অভাবে তিনি মেডিকেলে পড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার পাশে থাকার আশ্বাস দেয় এবং ময়মনসিংহ তার থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথাও জানায়।