প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৩:১৬ পি.এম
বাংলাদেশের উন্নয়ন সাফল্য দেখে উন্নয়ন বিশেষজ্ঞরাও এখন অভিভুত -ধর্ম প্রতিমন্ত্রী
জামালপুর প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য দেখিয়ে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন সাফল্য দেখে উন্নয়ন বিশেষজ্ঞরাও এখন অভিভুত।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ, বিশাল সমুদ্র বিজয় এর ন্যায় মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তঁার অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী আজ সকাল ১১.০০ টায় পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের এসডিজি ও এমডিজি বাস্তবায়নের লক্ষ্যে পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪- তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন এক চরম বাস্তবতা। এক সময় ডিজিটাল বাংলাদেশের নাম শুনলে যারা উপহাস করত,আজ তঁারা আর সে কথা বলেনা। আজ তঁারা ডিজিটাল প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজেদের ভাগ্য উন্নয়ন করছে।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অনুন্নত অঞ্চল সমূহকে অগ্রাধিকার দিয়ে সরকার বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পেরেছেন।
তিনি আরও বলেন, আগামীর উন্নত বাংলাদেশের দক্ষ সুনাগরিক তৈরিতে শিক্ষা ও প্রযুক্তির উন্নত অবকাঠামোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, প্রশাসন সহ সকলকে আরও দায়িত্বশীল হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃ মোঃ শাহজাহান, সভাপতি, ম্যানেজিং কমিটি, পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, ইসলামপুর, জামালপুর।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের (বাবুল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকনোজ্জামান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আব্দুল কাদের শেখ,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান আনছারী প্রমূখ।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.