দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরবর্তীতে ডিসি স্কয়ারে মুজিবশতবর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এবং নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠ করা হয়। ভাষণ পাঠ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; জানাব এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
