প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২১, ৭:৫৭ এ.এম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভুমি -ধর্ম প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম (লোহাগড়া) প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে যেমন বিশ্বে পরিচিতি লাভ করেছে একই সাথে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির পূণ্যভুমিতে উন্নীত হয়েছে। ধর্ম যার যার, উতসব সবার, রাস্ট্র সবার-এ আদর্শ ধারন করে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ বিকেলে খোসাঙ্গের পাড়া মহাবোধি বিহার কমপ্লেক্স ময়দানে কর্মজ্যোতি জিনানন্দ মহাথের'র জাতীয় অন্তোষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আয়োজিত কর্মজ্যোতি জিনান্দ মহাথের'র জাতীয় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কর্মবীর ভদন্ত জিনানন্দ মহাথেরো'র প্রয়ান সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তঁার কর্মময় জীবন পর্যালোচনা করলে জানা যায় তিনি আজীবন মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের ধারক ও বাহক এবং থেরবাদ আদর্শের প্রতিক ভদন্ত জিনানন্দ মহাথেরো অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যুজ্জল ভুমিকা রেখে গেছেন।
কর্মজ্যোতি জিনান্দ মহাথের'র জাতীয় অন্তোষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আয়োজিত কর্মজ্যোতি জিনান্দ মহাথের'র জাতীয় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি, স্বাগত বক্তব্য রাখেন - মান নীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি মহাথেরো.
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাফর আলম এমপি,মনোরঞ্জন শীল গোপাল এমপি,ওয়াসিকা আয়শা খান এমপি,
ডিআইজি অব পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ মো. আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক, মো. মমিনুর রহমান, চট্টগ্রামের পুলিশ এসএম রশিদুল হক প্রমুখ, বাংলাদেশ লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.