স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর জন্ম দিবস পবিত্র ঈদ-ঈ-মীলাদুন্নবী (সাঃ) কে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বাংলাদেশ সরকারকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে।
তিনি বলেন- হযরত নবী করীম (সাঃ) আমাদের ঈমানের অংশ। নবীর প্রতি ভালবাসাই প্রকৃত ঈমান। বর্তমান সরকার দেশের নব্বই ভাগ জনগণের মনোভাবের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে তারা ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পোষকতা সহ ওলামায়ে কেরামের মর্যাদা বৃদ্ধির পদক্ষেপে কাজ করে যাচ্ছেন। দোয়া করি আল্লাহপাক ইসলামের স্বার্থে তাদেরকে বহুমূখী খেদমত করার তাওফীক দান করুক।