মেহেরপুর প্রতিনিধি :
সরকার দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেছেন, আলজাজিরা আগেও দেশ নিয়ে অপপ্রচার করেছে। হেফাজতে ইসলামের আন্দোলনের সময় আলজাজিরা বলেছিল ২০০ লোক মারা গেছে। এ চ্যানেলটি কখনই বাংলাদেশের ভালো কিছু প্রচার করে না। আজ করোনামুক্তে বিশ্বে বাংলাদেশ ২০তম। বিশ্বের উন্নত দেশে এক দিনে করোনায় যত মৃত্যু হয়েছে এ দেশে এক বছরেও সেই পরিমাণ মানুষ মারা যায়নি। বাংলাদেশ আজ প্রবৃদ্ধি অর্জনকারী বিশে^র পাঁচটি দেশের মধ্যে একটি।
রবিবার মেহেরপুরের মুজিবনগর স্বরস্বতী খাল পুনঃখনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ সরকারের অগ্রগতিকে বিতর্কিত করতে দেশীয় এবং আন্তজার্তিক ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়েছে। প্রতিক্রিয়াশীল চক্র বিশেষ করে একাত্তরের পরাজিত শক্তি বিদেশি ষড়যন্ত্রে এ দেশকে আবার পিছিয়ে দিতে চায়।