পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলাধীন পুকুরজানা দরবার শরীফে ছারছীনার পীর ছাহেব আগামীকাল মঙ্গলবার শুভাগমণ করবেন। এ উপলক্ষে পুকুরজানা হুজুরের বাড়ির মাঠ প্রাঙ্গনে ৬২তম বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গি বিশিষ্ট ওয়ায়েজীনগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন। মাহফিলে সকল পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাওঃ শাহ্ মোঃ ইলিয়াছ।