প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৮:৩২ এ.এম
আল্লাহ ও নবীর আদর্শ অনুসরণ করে ইবাদত বন্দেগী করতে হবে- মদনার পীর ছাহেব
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহি মদনা দরবার শরীফের ৭৭ তম ও আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর ছাহেব রহঃ এর ১১ তম ইন্তেকাল বার্ষিকি উপলক্ষে ১০ ও ১১ ফ্রেরুয়ারি ২০২১ মাহফিলের শেষদিন মদনা দরবার শরীফের হযরত পীর ছাহেব আলহাজ্ব মাওঃ শাহ মোহাঃ মাহবুবুর রহমান ভক্ত-মুরীদদের উদ্দেশ্যে বিশেষ নসীহতে বলেছেন, মহান আল্লাহ তায়ালা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) আদর্শ থেকে সরে যাওয়ায় মুসলমানগণ আজ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছেন। ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের সঠিক ইসলাম ও আকিদা থেকে সরিয়ে নিতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে সবাইকে সচেতন হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। মহাগ্রন্থ আল কুরআনই একমাত্র মুক্তির সনদ। পবিত্র কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি ও পরকলের মুক্তি। তাই কুরআনের আলোকে জীবন পরিচালনা করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যুগে যুগে ওলি আউলিয়া কেরামরা আল্লাহর হুকুম ও নবীর আদর্শে ইসলাম প্রচার করে গেছেন। আমাদেরকেও আল্লাহ ও নবীর আদর্শ অনুসরণ করে ইবাদত বন্দেগী করতে হবে।
২ দিন ব্যাপী বার্ষিক মাহফিলে দরবার শরীফের ছাহেবজাদা আলহাজ্ব মাওঃ শাহ মোহাম্মদ কাওসার সাহেবের পরিচালায় আরো আলোচনা করেন আলহাজ্ব মাওঃ মুফতি জামিল হোসাইন ছালেহী, ঢাকা, আলহাজ্ব মাওঃ এ টি এম মোস্তফা হামিদি, আলহাজ্ব মাওঃ আমির হোসাইন ছাহেব, মাওঃ হাফেজ রুহল আমিন প্রমুখ,
বিশেষ মেহমান হিসাবে আলোচনা করেন চাঁদপুরের কৃতি সন্তান, ভয়েস বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন (বোরহান), উপস্থিত ছিলেন বাগাদী দরবার শরীফের পীরজাদাগন সহ অনেক ওলামায়ে কেরামগন মাহফিলের আখেরি মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং করোনা ভাইরাস থেকে সবাইকে সুস্ততা কমানা করে মুনাজাত পরিচালনা করেন মদনা পীর ছাহেব কেবলা।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.