স্টাফ রিপোর্টার :
সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে জয়নুল হক সিকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ড. হাছান মাহমুদ বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শিল্প-উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি সমাজসেবায় জয়নুল হক সিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।