প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ৫:৫৮ এ.এম
টিকা নিয়ে সুরক্ষিত থাকুন : সাঈদ খোকন
স্টাফ রিপের্টার :
করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বুধবার (১০ফেব্রুয়ারি ) মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে স্বপরিবারে তিনি করোনা টিকা গ্রহণ করছেন। সরকারের টিকা প্রয়োগের ব্যবস্থাপনা ভালো উল্লেখ করে ঢাকাবাসিকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সারাদেশে চতুর্থ দিনের মতো টিকা প্রয়োগ চলছে রাজধানীর নির্ধারিত ৪৭টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে।
টিকা নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, আমি টিকা গ্রহণ করেছি। আপনারা সবাই টিকা গ্রহণ করে সুরক্ষিত থাকুন।
এসময় তিনি দেশের মানুষের প্রতি যত্ন নেওয়ার জন্য ও উৎসবমুখর আয়োজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞা প্রকাশ করেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.