পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সাবেক প্রতিনিধি মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এর মৃত্যুতে তাঁর পরিবাররেক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে ক্লঅবের নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সাবেক পটুয়াখালী প্রতিনিধি মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এর মৃত্যুতে তাঁর সহধর্মীনি মিনারা বেগমকে নগদ ৬০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক জালাল আহমেদ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সহ-সভাপতি কে.এম এনায়েত হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাফর খান, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়,
নবনির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম নান্নু, অর্থ ষিয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাস, সদস্য মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদস্য আতিকুল আলম সোহেল, বিলাস দাস, মশিউর রহমান বাবলু, সঞ্জয় দাস লিটু, জাহাঙ্গীর হোসেন, নিনা আফরিন, জাকির মাহমুদ সেলিমসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ০১ লা ডিসেম্বর-২০২০ইং তারিখ সন্ধ্যা ৬টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশাস ত্যাগ করেন ।