প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৭:২৬ এ.এম
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) প্রতিযোগিতা-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি :
গতকাল জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) প্রতিযোগিতা-২০২০ এর বরিশাল রেঞ্জ অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা পুলিশ দল ও আরআরএফ, বরিশাল এর মধ্যে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা পূর্ণ সময়ে ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৪-১ গোলে পটুয়াখালী জেলা পুলিশ দল আরআরএফ কে পরাজিত করে। খেলায় ০৩ টি গোল করে এবং অনবদ্য নৈপুন্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা পুলিশের সদস্য কনস্টেবল তরিকুল এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কনস্টেবল শাকিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ক্রীড়াবান্ধব পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব খলিলুর রহমান মোহন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী আলমগীর। এছাড়াও পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মহোদয় সহ অতিথিবৃন্দ।
পরিশেষে ৩১/০১/২০২১ তারিখে অনুষ্ঠিত শুটিং প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.