জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দেশের অন্যান্য জেলার ন্যায় পটুয়াখালী জেলায়ও ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ইসরাত জাহান, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী জনাব শেখ বিল্লাল হোসেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারে সহকারী লাইব্রেরিয়ান জনাব মারুফা আক্তার।