পিরোজপুর প্রতিনিধি :
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদে পিরোজপুর জেলার তিনজন স্থান পেয়েছেন। এরা হলেন সহ-সভাপতি আনন্দ সাহা পার্থ। তার বাড়ী পিরোজপুর শহরতলীর ডুমুরতলা এলাকায়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ছিলেন।
অপর সহ-সভাপতি হলেন শাহরিয়ার সিদ্দিক শিশিম। তার বাড়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি ছিলেন।
আর সহ-সম্পাদক হয়েছেন এম সাইফুল ইসলাম সাইফ। তার বাড়ী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নে। তিনি চকবাজার থানা ছাত্রলীগের ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ৩১ জানুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।