আজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পটুয়াখালী মিলনায়তনে “অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন” প্রকল্পের আওতায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম, জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব শামীমুল হক শামীম ; প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ), সমাজসেবা অধিদপ্তর জনাব স্বপন কুমার হালদার ; পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি জনাব মােঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব শিলা রানী দাস, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, পটুয়াখালী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।