২৮/০১/২০২১ খ্রিঃ এসি-বোয়ালিয়া এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার এসআই/মোঃ আঃ মতিন, এএসআই/মোঃ সিরাজুল ইসলাম, এএসআই/মোঃ নাজমুল হক, কং/৪২৮ মোঃ আশরাফুল ইসলাম, কং/১২৪ মোঃ সোহেল রানা, কং/১৬৯৮ মোঃ আলমগীর ইসলাম সহ বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনালস্থ জনৈক মোস্তাকের খাবার হোটেলের সামনে ফুটপাতের উপর হতে গোপণ সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ এমদাদুল হক @ এমদাদুল (২৪), পিতা-মৃত মজিবুর রহমান, মাতা-জরিনা বেগম, সাং-মোল্লাপাড়া তাজেন্দ্রপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাgfহীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ এনদাদুল হক @ এমদাদুল (২৪) এর নিকট হতে ট্রাভেলস্ ব্যাগের হাতলের ভিতরে স্পন্স কেটে কৌশলে ঢুকিয়ে সেলাই করা অবস্থায় ও তার আন্ডার প্যান্টের ভিতরে রাখা অবস্থায় মোট ০৪ প্যাকেটে ৫০ গ্রাম করে সর্বমোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার, মূল্য অনুমান ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা, ০১টি মোবাইল ফোন সেট উদ্ধার করেন। আসামী গোদাগাড়ী হতে অভিনব কায়দায় হেরোইনগুলো ব্যাগের হাতলের ভিতরে নিয়ে যাত্রীর ছদ্মবেশে ঢাকা যাচ্ছিল।
আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৯১, তারিখ-২৮/০১/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ) রুজু করা হয়েছে। মামলাটি এসআই/মোঃ নাদিম উদ্দীন এর উপর তদন্ত ভার অর্পণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।