গতকাল পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে অগ্নিনির্বাপন, উদ্ধার ও বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এ মহড়ায় সহযোগিতা করেছে। অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা থেকে কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রীয় ডকুমেন্ট রক্ষা করা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ড সম্পর্কে সকলকে সচেতন করার জন্য এ অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করা হয়েছে।

উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ ( প্রশাসন ও অপরাধ) জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ এবং পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।