ময়মনসিংহ প্রতিনিধি :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।