নড়াইল প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নড়াইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল আদালত সড়কে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এসএমএ জলিল, জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ কিবরিয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদস্য বরকত উল্লাহ, সুলতানা বেগম প্রমুখ।
বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।