স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ছাদ কৃষি গবেষণাগারের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার সকাল ১০.৩০ মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওল্ড ল্যাবরেটরিয়ান্স আ্যাসোসিয়েশন (ওলসা) এর সভাপতি এম. এ. সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাশেদুল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রভাতি দেওয়ান তাহেরা আক্তার, সহকারী প্রধান শিক্ষক দিবা মোঃ আলমগীর হোসেন তালুকদার, কলেজ সমন্বয়ক মোঃ আলতাব হেসেন প্রমূখ।
অতিথিবৃন্দ উদ্বোধনের পূর্বে ছাদ বাগানটি পরিদর্শন করেন। প্রধান অতিথি পরিদর্শন করে বলেন- প্রত্যেক বিদ্যালয়ে এরূপ একটি ছাদ/মাঠ কৃষি গবেষণাগার স্থাপিত হলে এর উৎপাদন, কলাকৌশল, নতুন প্রযুক্তি শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্বুদ্ধ করবে। আশা করা যায় এর মাধ্যমে দেশের মানুষের নিরাপদ ও বিষমুক্ত পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা দিবে। সফলতা পাবে জাতির জনকের সবুজ বিপ্লব কর্মসূচীর।
উদ্বোধনের সময় বিদ্যালয়ের উভয় শাখার শিক্ষকবৃন্দ, ওল্ড ল্যাবরেটরিয়ান্স আ্যাসোসিয়েশন (ওলসা) এর বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।