স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে করেনাকালীন সময়ে অনলাইন শিক্ষা জোরদারকরণের লক্ষ্যে “ওল্ড ল্যাবরেটরিয়ান্স আ্যাসোসিয়েশন (ওলসা)” কর্তৃক ল্যাপটপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওল্ড ল্যাবরেটরিয়ান্স আ্যাসোসিয়েশন (ওলসা) এর সভাপতি এম. এ. সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাশেদুল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রভাতি দেওয়ান তাহেরা আক্তার, সহকারী প্রধান শিক্ষক দিবা মোঃ আলমগীর হোসেন তালুকদার, কলেজ সমন্বয়ক মোঃ আলতাব হেসেন প্রমূখ।
সহকারী শিক্ষক আবু নোমান সিরাজুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম, গীতা থেকে পাঠ করেন সহকারি শিক্ষক অশ্রুজিত রায়। এছাড়াও বিদ্যালয়ের উভয় শাখার শিক্ষকবৃন্দ, ওল্ড ল্যাবরেটরিয়ান্স আ্যাসোসিয়েশন (ওলসা) এর বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।