জালাল আহমেদ :
কুস্টিয়া পৌরসভায় উগ্র মৌলবাদ দুর্বৃত্তদের কর্তৃক মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামীলীগ কার্যালেয়র সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান লিটন, পৌর শাখা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা, জেলা শ্রমিক লীগের সদস্য কিবরিয়া মোল্লা, রনিক প্রমুখ।