প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২০, ২:০৬ পি.এম
পটুয়াখালী জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি :
জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া এবং সেবা নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে।
‘করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলায় আজ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানস্থলে পৌছাইলে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট সকলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা প্রশাসক মহোদয় শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তৈয়বুর রহমান, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, পটুয়াখালী; সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.