প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ৪:২৬ পি.এম
পটুয়াখালীতে জেলা মহিলা আ’লীগের মানববন্ধন অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র মৌলবাদি সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের এমপি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে মানববন্ধন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
০১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. সৌমেন্দ্র লাল চন্দ, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক ইসমত আরা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি উগ্র মৌলবাদি সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ৩ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়প অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের সকল নেতা-কর্মী, সমর্থকসহ আপামর জনগণকে সাথে নিয়ে ৭১ এর ন্যায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.