পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে নতুন বাজার সদর রোডস্থ রিমি প্লাজার নীচ তলায় RANGS INDUSTRSS LTD এর RANGS TOSHIBA শো -রুম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় ফিতা কেটে RANGS TOSIBA শে-রুম উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের নেতা এ.কে,.এম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ মোস্তফা, শে-রুমের প্রোপাইটার খন্দকার আসলাম, তার সহধর্মীনি ফাহমিদা, কন্যা আনিকা, চীফ এক্সিকিউটিভ অফিসার আবুল বশার, আইরিন আক্তার, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক খন্দকার শামসুল ইসলাম বাবুল, উত্তরা ব্যাংকের ম্যানেজার সাজিদ হোসেন, বিশিস্ট ব্যবসায়ী বিপুল দাসসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালবা করেন এ্যাকোয়ার স্টেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এ শো- রুমে সকল ইলেকট্রনিক্স পন্যের উপর রয়েছে ৫% ডিসকাউন্ট। এ ছাড়াও রয়েছে আকর্ষনীয় গিফট ও ক্যাশ ব্যাক অফার।