বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে কেশবুপর ইউনিয়নের ৫৮নং জেল.এল ভুক্ত মমিনপুর মৌজায় বে-আইনিভাবে দিয়ারা জরিপ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে প্রায় তিনহাজার ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকাল থেকে শহিদ মুক্তিযোদ্ধা মহসিন বে- সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের সামনের সড়কে কয়েক ঘন্টাব্যাপী মমিনপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় জনগণ। মাবনবন্ধনে বক্তব্য রাখেন- মো. এনায়েত হোসেন, বাদশা মিয়া, কামরুল ইসলাম খাঁন, লতিফ মোল্লা, আবুল হোসেন, খাদিজা বেগম, পারভিন বেগম ও লাকি বেগমসহ অনেক ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা গণমাধ্যম’কে বলেন, ভূমি জরিপ আইন বিধিমতে, নদী বা সমুদ্র গর্ভে চর সৃষ্টি হলে তা জরিপের জন্য দিয়ারা জরিপ করা হয়। কিন্তুু কেশবুপর ইউনিয়নের মমিনপুর মৌজায় কেন নদী ভাঙ্গুনী, বাড়তি বা কমতি জমি নেই। এখানে শতশত বছর ধরে মানুষ বসবাস ও ফসল চাষাবাদ করে আসছে। সি.এস, আর.এস ও এস.এ জরিপ ম্যাপ সঠিকভাবে হয় এবং অদ্যবধি কার্যকর। সেখানে দিয়ারা জরিপ করার কোন প্রশ্নই আসে না। তারপরেও বরিশাল বিভাগীয় দিয়ারা জরিপ কর্তৃপক্ষ বে-আইনিভাবে জরিপ করেন। যার প্রায় ৯০ভাগ ভুল। এক একজনের পৈত্রিক, রের্কডীয় জমি অন্যজনের নামে দেওয়া হয়ছে। তাঁরা আরও বলেন, অতিদ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শতশত রক্তক্ষয়ী সংর্ঘষ ঘটিত হবে। এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি বলেন, স্থানীয়রা ডিসি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এখন আমি মৎস্য অভিযানে আছি। তবে ডিসি মহোদয়ের নির্দেশ সরেজমিন তদন্ত করবো।