গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় অবিবাহিত মেয়ের অবৈধ গর্ভপাত ঘটানোর কারনে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মোসা. দেলোয়ারা বেগম (৫৮) কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, গলাচিপা থানায় কিশোরীটির মা বাদী হয়ে গত ১১ মার্চ ২০২০ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯ (১)/৩০ তৎসহ পেনাল কোড আইনের ধারা অনুযায়ী মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় যথাযথ কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়। যার মামলা নম্বর- ১১/১১-০৩-২০২০। মামলার বিবরণীতে জানা যায়, গলাচিপায় গত ২২ ফেব্রæয়ারী ২০২০ তারিখ রাত আনুমানিক ১১ টায় ১৭ বছরের এক কিশোরীকে মামলায় অভিযুক্ত আসামী মাসুম হাওলাদার জোরপূর্বক ধর্ষণ করে। সে কারনে অবিবাহিত কিশোরীটি গর্ভবতী হয়। গত ৪ মার্চ দুপুর ২ টার সময় মামলায় অপর অভিযুক্ত দুই আসামী মোসা. আখিনুর বেগম ও মোসা. দিনা বেগম কিশোরীকে ভূল বুঝাইয়া টাকার বিনিময়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মোসা. দেলোয়ারা বেগম এর মাধ্যমে অবৈধ গর্ভপাত করানো হয় এবং এর কারনে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছুদিন চিকিৎসারত অবস্থায় থাকেন। গ্রেফতারকৃতকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেড আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।