পটুয়াখালী জেলা থেকে ৩৮তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা আজ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
আপডেট করা হয়েছে
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
১১৭
বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা থেকে ৩৮তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা আজ জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক তাদের সাথে মতবিনিময় করেন এবং বিসিএসে সফলতার জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদেরকে ব্যক্তিগত ও চাকরি জীবনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার পরামর্শ দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ৩৮তম বিসিএসে সুপারিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক হিসেবে জেলা প্রশাসন, পটুয়াখালী প্রকাশিত স্মরণিকা “বঙ্গবন্ধুর স্মরণে, সবুজের শরণে” ও জাতির পিতার ভাষণ সংকলন “বজ্রকন্ঠ” উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা থেকে ৩৮তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২০ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
Leave a Reply