প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৬:১৮ এ.এম
জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থার একমাত্র দল -গোলাম মোহাম্মদ কাদের
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থার একমাত্র দল। সাফল্যের সাথে দেশ পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির ওপর গণমানুষের আস্থা আছে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দেখতে চায়। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরাস্থ বাসভবনে জাতীয় পার্টি কুমিল্লা উত্তর-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গণমানুষের আশা-আকাঙ্খা পূরণ করতেই জাতীয় পার্টির রাজনীতি। জাতীয় পার্টি পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দূর্বার বেগে এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলার আহবায়ক লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব সাবেক এমপি মোঃ আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, এডভোকেট ইউসুফ আজগর, মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহবায়ক নূর আলম সিদ্দিকী, ফেরদৌসি বকুল, হোমনা উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মেহেদী হাসান, হোমনা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী মোবারক হোসেন, হোমনা উপজেলা ওলামা পার্টির সভাপতি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন সাইফী, ছাত্র সামজের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুবায়ের আহম্মদ।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.