পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী হতে পায়রাকুঞ্জু যাতায়াতের একমাত্র (প্রধান) সড়ক ২ নং ব্রীজ। ব্রীজটির অধিকাংশ জায়গা-ই সংস্কার বিহীন এবং ষ্টীলের পাতগুলো এতটাই ফাঁকা যার কারণে যানবাহন চলাচলের সময় কিক্সা/অটো/গাড়ির চাকা এমন কি মানুষের পা ঐ ফাঁকা স্থান পরে আটকে যায় । যার ফলে অনেকেই দুর্ঘটনার শিকার হয়। এই কারনে সাধারণ জনগন বিভিন্ন ভোগান্তির সমক্ষীন হতে হয়।