পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে করোনা রুগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাভানা কর্তৃক দেয়া অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনটি সাধারন অক্সিজেন সিলিন্ডার নয়। এ অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনটির সাহা্য্যে বাতাসে অবস্থিত অক্সিজেন থেকে ধারন করে প্রায় ২০% চঞ্চেন্ত্রাতে / ঘন করে রুগীকে দেয়া হয়। অর্থাৎ এটি অক্সিজেন প্রক্রিয়াজাত করন ডিভাইস। একই মেশিনের সাথে নেবুলাইজার মেশিন যুক্ত রয়েছে। শ্বাসকষ্টজনিত রুগীদের রোগ নিরাময় করবে।
পটুয়াখালীতে নাভানা কর্তৃক প্রদত্ত ৪টিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি থেকে এ পর্যন্ত প্রাপ্ত ৮টি ডিভাইস এর মধ্যে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ২টি এবং জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ১ টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক সদর উপজপলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ সুলতান আহমেদ মৃধা কর্তৃক নাভানা কোম্পানী থেকে উন্নতমানের ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর কাছে হস্তান্তর করেছেন। এর একটি মেশিন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়। ছবিতে সেই মেশিন দিয়ে শ্বাসকষ্ট রুগীকে বাতাসে থাকা অক্সিজেন ধারন করে অক্সিজেন দিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং টেকনোসিয়ানরা।
পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জেলা প্রশাসক মোঃ মতিউল চৌধুরীকে সহ নাভানা কর্তৃপক্ষকে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মোঃ সুলতান আহম্মেদ মৃধাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানান।