স্টাফ রিপোর্টার :
বাংলা ভাষায় যে কয়টি অজীফার বই রয়েছে তন্মধ্যে অন্যতম একটি অজীফার বই হলো “অজীফায়ে ছালেহীন”। বইটি ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) এর আদেশ ও যত্নে ছারছীনা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম হযরত মাওলানা মুহাম্মদ আমজাদ হুসাইন ছাহেব কর্তৃক সংকলিত এবং আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ও আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ কর্তৃক প্রকাশিত এ বইটিতে ১০ টি অধ্যায় রয়েছে যথাক্রমেঃ-
উপরোক্ত ১০ টি অধ্যায়ের সমণ্বয়ে ১১৭ টি পরিচ্ছেদ ও ৪৭১ টি পৃষ্ঠা রয়েছে। বইটির প্রকাশ করেছে ছারছীনা দারুচ্ছুন্নাত লাইব্রেরী, পোঃ - দারুচ্ছুন্নাত-৮৫২১, থানা+নেছারাবাদ- পিরোজপুর। এছাড়াও ছারছীনা প্রকাশনী, ৪০/৪১ বাংলাবাজার (আহমেদ কমপ্লেক্স), ঢাকা-১১০০ সহ বাংলাদেশের সকল প্রসিদ্ধ লাইব্রেরীতে পাওয়া যায়। বইটির মূল্য- ১৪০/- (একশত চল্লিশ টাকা মাত্র)।