স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে সপরিবারে হাতিরঝিলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত সাড়ে ১০টায় ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে হাতিরঝিল যান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার ই আলম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন হচ্ছে আজ মঙ্গলবার। সাড়ম্বরে তা করার প্রস্তুতি নেওয়া হলেও করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করায় ওই আয়োজন সীমিত পরিসরে আনা হয়েছে।
আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আজ শুরু হচ্ছে ‘মুজিববর্ষ’। বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে।
প্রসঙ্গত, জাতির পিতার শততমজন্মবার্ষিকী ‘মুজিববর্ষ’ বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক-স্পর্শকারী ঘটনা। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতার জন্মশতবার্ষিকী এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।