ছারছীনা থেকে মোঃ আসাদুল্লাহ সাঈফী :
ছারছীনা দরবার শরীফের ১৩০ তম বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে পুরাতন সিনিয়র শিল্পী ও আলেমদের একত্রিত হওয়ার একটি উপায়। তারই অংশ হিসেবে হিযবুল্লাহ কমপ্লেক্সের জুলফিকার হামদ-না’ত ও গজল পরিবেশক দলের রুমে দেখা গেল সাবেক সিনিয়র শিল্পী ও আলেমদেরকে। তারা এই হক্ব ছেলছেলার সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে আরও বেগবান ও সবৃত্র ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন- সাবেক কণ্ঠশিল্পী মাওঃলানা মোঃ রফিকুল ইসলাম তানজীম, বিশিষ্ট ওয়ায়েজীন মাওলানা মোঃ কুদরাতুল্লাহ মাজহারী, জুলফিকার হামদ-না’ত ও গজল পরিবেশক দলের সাবেক কেন্দ্রীয় পরিচালক মাওলানা মোঃ আবদুল মুনয়িম খান, জুলফিকার হামদ-না’ত ও গজল পরিবেশক দলের কেন্দ্রীয় পরিচালক মোঃ জুলফিকার আলী হিযবুল্লাহ, সহকারী পরিচালক মাওলানা মোঃ আবদুর রহমান হুসাইনি, সদস্য গাজী ওসমান ফারুকী প্রমূখ।