পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগে বর্নাঢ্য র্যালী শেষে দরবার হলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, রেড ক্রিসেন্টের জুনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, পরিবেশ ও পর্যটন সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক ওমরে অাজম। স্বাগত বক্তব্য রাখেন ত্রান ও পুর্নবাসন দপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।