স্টাফ রিপোর্টার :
ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস, ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুফতি, বরিশাল দারুল আবরার মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ, ঝালকাঠী কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব, হাজারো আলেমের উস্তাজ, বরিশালের তাওহীদপ্রেমী মানুষের প্রানপুরুষ মুফতী রফিকুল ইসলাম (মুফতী সাহেব হুজুর) আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সকাল দশটার দিকে ব্রেইন স্ট্রোক করার ফলে তাকে শেবাচিমে নিয়ে যাওয়ার পরক্ষণেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
তার নামাজে জানাজা অদ্য বাদ জোহর ছারছীনাতে এবং বাদ আছর রূপাতলী হাউজিং এ অনুষ্ঠিত হবে।