পটুয়াখালী প্রতিনিধি :
চলো গ্রন্থাগারে চলো দেখি সম্ভাবনার আলো এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে দুইদিন ব্যাপী গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় পটুয়াখালী পাবলিক লাইব্রেরীতে চিত্র অংকন প্রতিযোগিতা ও৪টি স্টলে গণগ্রন্থাগারে বিদ্যমান সেবা সমূহ সম্পর্কে জনসমষ্টি করার লক্ষ্যে ক্যাম্পেইনে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মহিলা সংসদ সদস্য সংসদীয় আসন ৩২৯ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগার পটুয়াখালী লাইব্রেরী ইনচার্জ মোঃ মাঈনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জসিম, গণগ্রন্থাগার অধিদপ্তর সহকারী পরিচালক খন্দকার আসিফ মাহাতাব, পটুয়াখালী আক্কেল আলী হাওলাদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আলম বাবুল,প্রভাষক বাংলা রাসেদুল ইসলাম । আরো বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের অতিথিবৃন্দ।