স্টাফ রিপোর্টার :
চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাইর) উদ্বোধনী বয়ানের মাধ্যমে আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) এ কার্যক্রম শুরু হয়।
মাহফিলের কার্যক্রম পরিচালনা কমিটির প্রধান দায়িত্বে থাকা বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল ডা. মোখতার হোসাইন জানান, ‘আনুষ্ঠানিকভাবে আমরা মাহফিলের কার্যক্রম শুরু করছি, তিন দিনব্যাপী লাখো মুসুল্লির অংশগ্রহণে এ মাহফিল কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, ইনশাল্লাহ নিয়মতান্ত্রিকভাবে মাহফিলের বাকি কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী বয়ানে আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ রেজাউল করীম মাহফিলে আগত মুসল্লীদের উদ্দেশ্যে “দরদমাখা” বয়ানে বলেন, চরমোনাই মাহফিল সর্বপ্রথম বর্তমান পীর সৈয়দ রেজাউল করিমের দাদা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহীর মাধ্যমে শুরু হয় এরপর বর্তমান পীর সৈয়দ রেজাউল করিম এর পিতা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহীর মাধ্যমে সম্প্রসারণ হয় যারা উভয়ই চরমোনাই ময়দানে শুয়ে আছেন।
দ্বিতীয় দিন সন্ধ্যা এবং তৃতীয় দিন সকালে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করীম বয়ান করবেন। তৃতীয় দিন সন্ধ্যা এবং শেষ দিন আখেরী মোনাজাতের আগে আমীরুল মুজাহিদীনের বয়ানের মাধ্যমে কার্যক্রম শেষ হবে।সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি শনিবার সকালে আখেরি মোনাজাতে শেষ হবে মাহফিলের সকল আনুষ্ঠানিক কার্যক্রম।