কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পুরাতন হাসপাতাল (বালুর মাঠ) মাঠে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এসময় তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র প্রীত বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। একসময় দেশের প্রচলিত আইনের টুটি চেপে ধওে জাতির জনকের হত্যার বিচার বন্ধ করা হয়েছিল।
দেশে আজ আইনের শাসন আছে বলে, জাতির জনকের হত্যার বিচার হয়েছে। আন্দোলন সংগ্রামের সংগঠন আওয়ামীলীগ। জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দীর্ঘদিনআন্দোলন সংম কওে আওয়ামীলীগ আজ ক্ষমতায় এসেছে। আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল সংগঠন এখানে সকলে মিলে সংগঠন করতে হবে কোন প্রকার বিভেদ সৃষ্টি
করা যাবে না। সকলকে সম্মিলিত ভাবে সংগঠন সুসংগঠিত করার আহ্বান জানান।
ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাবা সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা অওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, আওয়ামীলীগ নেতা এবিএম শাহজাহান, মনিরুজ্জামান পল্টন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন স¦পন, শাহাজাদী রেবেকা চৈতি প্রমুখ। এ রিপোর্ট লেখাপর্যন্ত দ্বিতীয় অধিবেশন শুরুর প্রস্তুতি চলছিল।