1. shahalom.socio@gmail.com : admin :
  2. ittehadnews24@gmail.com : Ittehad News24 : ইত্তেহাদ নিউজ২৪
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছারছীনা দরবার শরীফের কার্যক্রম বিশ্বব্যাপী বিরাজমান। -ভিসি ইসলামী আরবী বিশ্বিবিদ্যালয়। এদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর বিকল্প কিছু হলে বরদাশত করা হবেনা। -ছারছীনার পীর ছাহেব। আদর্শের ব্যাপারে এই দরবার কাহারও সাথে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবেনা -ছারছীনার পীর ছাহেব। ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দিনিয়া মাদরাসার দাওরায়ে হাদিস শিক্ষার্থীদের খতমে বুখারি এবং তাফসির ও ইফতার ছাত্রদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। যে রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে জঙ্গি ইসকনরা উসকানি দেয় : সারজিস ইসকন নিষিদ্ধের দাবিতে শেরপুরে আইনজীবীদের বিক্ষোভ উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে : ইসলামী আইনজীবী পরিষদ ভারত একচোখা নীতিতে বাংলাদেশকে দেখছে : রিজভীর নওমুসলিমদের আইনজীবী ছিলেন আলিফ, এ জন্যই ইসকনের টার্গেট বিচারহীনতার সংস্কৃতির অবসান হওয়া দরকার : ড. বদিউল আলম মজুমদার
শিরোনাম
এদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর বিকল্প কিছু হলে বরদাশত করা হবেনা। -ছারছীনার পীর ছাহেব। আদর্শের ব্যাপারে এই দরবার কাহারও সাথে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবেনা -ছারছীনার পীর ছাহেব। যে রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে জঙ্গি ইসকনরা উসকানি দেয় : সারজিস উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে : ইসলামী আইনজীবী পরিষদ ভারত একচোখা নীতিতে বাংলাদেশকে দেখছে : রিজভীর নওমুসলিমদের আইনজীবী ছিলেন আলিফ, এ জন্যই ইসকনের টার্গেট বিচারহীনতার সংস্কৃতির অবসান হওয়া দরকার : ড. বদিউল আলম মজুমদার মাহফিলে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই : চরমোনাই পীর ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী ১৩৪তম বার্ষিক মাহফিল শুক্রবার শুরু জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক -দারুন্নাজাতের মাহফিলে ছারছীনার পীর ছাহেব।

কোরআন-সুন্নাহর খাঁটি অনুসরণেই রয়েছে শান্তি ও মুক্তির নিশ্চয়তা -আখেরী মুনাজাতের পূর্বে ছারছীনার পীর ছাহেব

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে
মোঃ আবদুর রহমান আমড়াগাছিয়া থেকে :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত। আমুসলিমদের কাছে তারা আজ অসহায়। সততা, নৈতিকতা ও ন্যায়ের পথ ছেড়ে, কোরআন সুন্নাহর পথ পরিহার করে তারা মানব রচিত পথে জীবন পরিচালনা করছে। এজন্যই আজ মুসলমানদের এহেন করুণ অবস্থা। এর থেকে মুক্তি পেতে হলে মুসলমানদের অবশ্যই কোরআন-সুন্নাহর খাঁটি অনুসারী হতে হবে। তাহলেই দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া যাবে।
তিনি আরও বলেন,মহানবী (সা.) শেষ নবী। তার পরে আর কোনও নবী আসবে না। অতএব নবী দাবীকারী কাদিয়ানীরা সুস্পষ্ট কাফের। তাই এ বিশাল মাহফিল থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য তিনি সরকারের কাছে জোড় দাবী জানান।
তিনি আরও বলেন,আপনার আপনাদের সন্তানদেরকে আদর্শ ও নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এবং পরকালীন নাজাতের জন্য দ্বীনিয়ার শিক্ষায় শিক্ষিত করুন। নিজে যেমন হক্ব দরবার ছারছীনায় এসে আল্লাহ ও তাঁর রসূলকে পাওয়ার সর্বোত্তম কাজে রত আছেন। তেমনি নিজ সন্তানকে এ হক্ব পতে চলতে,এর সাথে আমরণ জড়িত থাকতে প্রয়োজনে সবাই সন্তানকে লিখিত অসিয়ত করে যাবেন।
পীর ছাহেব কেবলা মাহফিলে আগত সকলকে খাঁটি তাওবা করান এবং আমলী জিন্দেগী গঠনের মাধ্যমে সিরাতুল মোস্তাকিমের পথে জীবন পরিচালনা করার আহবান জানান।
গতকাল বাদ জুমআ বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতের পূর্বে একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, আমতলী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার এ. কে. এম নূরুল হক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Categories